ক্যানসারে আক্রান্ত বিধবা রশিদা; প্রতিবন্ধী সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্থাভাবে চিকিৎসার অভাবে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন অসহায় বিধবা রশিদা বেগম (৪৫)। স্বামীকে হারিয়ে দশ বছর ধরে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে শারীরিক প্রতিবন্ধী ছেলে আলিফ ও মেয়েকে লালন-পালন করা এই নারী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার দুই সন্তান এখন চরম অনিশ্চয়তার মুখোমুখি।
সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন রশিদা। অন্যের বাড়িতে কাজ করে সংসারের খরচ চালাতেন। দীর্ঘদিন ধরে জরায়ুজনিত সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষায় জানা যায়, তার সমস্যা ক্যানসারে রূপ নিয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রশিদার ছোট ভাই রতন মিয়া বলেন, “অভাবের মধ্যেও বোন সন্তানদের জন্য সব করেছে। স্বামী অসুস্থ থাকায় সন্তান না হওয়ায় একটি শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দত্তক নিয়েছিল। স্বামীর মৃত্যুর পরও সংগ্রাম করে সন্তানদের মানুষ করেছে। চিকিৎসক বলেছেন, উন্নত চিকিৎসা না হলে তাকে বাঁচানো কঠিন।”
স্থানীয় সাংবাদিক ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন বলেন, “রশিদা একজন আদর্শ মা। প্রতিবন্ধী দত্তক সন্তানকে অসাধারণভাবে লালন করেছেন। তার মৃত্যু হলে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। সবার কাছে সহযোগিতা কামনা করছি। উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ফিরবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
Comments