
চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় পুরনো মোবাইল কেনাবেচার দ্বন্দ্বের জেরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শেখপাড়ার গেন্দু মিয়ার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শুবল সরকার (২৪) ও রাজু শেখ (৩৫)।
আহত শুবল সরকার জানান, কয়েকদিন আগে তার বন্ধু রাজু অভিযুক্ত সজীবের কাছ থেকে নগদ টাকায় একটি পুরনো মোবাইল কেনেন। তিন দিন আগে মোবাইলটি লক হয়ে যায়। পরে জানা যায়, সজীব কিস্তিতে মোবাইলটি কিনেছিলেন এবং কিস্তির টাকা পরিশোধ না করায় কোম্পানি সেটি লক করে দেয়। এ নিয়ে রাজু ও সজীবের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সজীব তার সঙ্গী রবিন, রুবেল ও কামুকে নিয়ে রাজু ও শুবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব জানান, শুবলের জখম গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। রাজুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments