Image description

হবিগঞ্জ জেলায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দাড়ি রাখার ‘অপরাধে’ তিন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাদের দুই দিন দুই ঘণ্টা করে ‘পিডি’ (পালিশিং ডিউটি) প্রদান করা হয়। 

জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ওই তিন পুলিশ সদস্য ইসলামী শরিয়াহ মোতাবেক দাড়ি রাখার জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদন ২১ আগস্ট পুলিশ সুপারের সামনে উপস্থাপনের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওই নির্দিষ্ট দিনে তারা অনুমতি ছাড়াই মুখে দাড়ি নিয়ে হাজির হন। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাড়ি রাখায় প্রত্যেককে লঘুদণ্ড দেওয়া হয়।

এই আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়।

তবে পরদিন ২২ আগস্ট পুলিশ সুপার স্বাক্ষরিত আরেকটি আদেশে ওই তিন পুলিশ সদস্যকে দাড়ি রাখার অনুমতি দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয় যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামী শরিয়াহ মোতাবেক দাড়ি রাখার অনুমতি প্রদান করা হলো।

দণ্ডপ্রাপ্ত এবং পরবর্তীতে দাড়ি রাখার অনুমতি পাওয়া এই তিন পুলিশ সদস্য হলেন—সদর কোর্টে কর্মরত কনস্টেবল দুলাল মিয়া, অপরাধ শাখার কনস্টেবল হৃদয় আহমেদ এবং মোটরযান শাখার কনস্টেবল ইফতেখার হোসেন সুমন।