Image description

মাদারীপুরের কালকিনি উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাদাৎ হোসেন সরদার (৩৫) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকার আফতাফ আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহাদাৎ হোসেন সরদার কালকিনির গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন। ভুরঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়েমুড়ে সড়কের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত শাহাদাৎ হোসেন নসিমন চালিয়ে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতেন। তিনি আরও বলেন, “নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”