
নোয়াখালীর চাটখিলে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল দিন দিন বেড়েই চলেছে। পৌর শহরের অলিগলি থেকে প্রধান সড়ক—সর্বত্র নির্ভয়ে চলছে এসব তিন চাকার যান। ফলে যানজট বাড়ছে, বিদ্যুৎ ব্যবহারে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার প্রতিটি মোড়ে এসব যানবাহন যাত্রী তুলছে ও নামাচ্ছে, যা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় সিগন্যাল ছাড়াই যেকোনো সময় যাত্রী উঠানামা এবং হঠাৎ গাড়ি ঘুরিয়ে নেওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ সব অটোরিকশার চালকদের বেশিরভাগেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি যানগুলোও রেজিস্ট্রেশনবিহীন। অতিরিক্ত গতি ও নিরাপত্তার অভাবে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, অপ্রাপ্তবয়স্ক কিশোর থেকে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত লাইসেন্স ছাড়াই এসব যান চালাচ্ছেন, যা দুর্ঘটনার প্রধান কারণ। তারা উপজেলা প্রশাসনের কাছে কঠোর নজরদারি ও নিয়ম মানার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, ব্যাটারিচালিত অটোরিকশা এখনো দেশের যানবাহন তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তবে অচিরেই এটি তালিকাভুক্ত হলে নিয়মের আওতায় আসবে। এরই মধ্যে পৌরসভা কর্তৃক চালকদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
Comments