
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের জন্য ব্যস্ত সড়ক এড়িয়ে ৯১টি বিকল্প স্থানের প্রস্তাব করেছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থান সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে আড়াই লাখ মানুষের সমাগম সম্ভব, এবং সবচেয়ে ছোট জিপিও সংলগ্ন মুক্তাঙ্গন, যেখানে ২০০ জনের ধারণক্ষমতা রয়েছে।
গত শনিবার (২৩ আগস্ট) রাজারবাগ পুলিশ মিলনায়তনে ৩২টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, “সভা-সমাবেশের কারণে রাস্তা বন্ধ হলে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। এ সমস্যা এড়াতে বিকল্প স্থানে সমাবেশের ব্যবস্থা জরুরি।”
ডিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, এই ৯১টি স্থানের মধ্যে ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, একটি স্টেডিয়াম এবং গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ রয়েছে। এলাকাভিত্তিক বণ্টন হলো: মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে ৮টি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি এবং রমনায় ৪টি।
বিভাগভিত্তিক উল্লেখযোগ্য স্থান:
-
রমনা বিভাগ: সোহরাওয়ার্দী উদ্যান (২-২.৫ লাখ ধারণক্ষমতা), গজমহল পার্ক, হাজারীবাগ পার্ক, রায়েরবাজার জিয়া কলেজ মাঠ (৭-১০ হাজার)।
-
মতিঝিল বিভাগ: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম (১০ হাজার), চৌধুরীপাড়া মাঠ (১৫-১৬ হাজার), মহানগর নাট্যমঞ্চ, মুক্তাঙ্গন।
-
তেজগাঁও বিভাগ: পুরনো বাণিজ্য মেলা মাঠ (৭০-৮০ হাজার), বিটিসিএল আইডিয়াল স্কুল মাঠ, শ্যামলী পার্ক।
-
ওয়ারী বিভাগ: ধুপখোলা মাঠ (২০ হাজার), গেন্ডারিয়ার সাদেক হোসেন খোকার মাঠ, ডেমরা কলেজ মাঠ।
-
লালবাগ বিভাগ: আরমানিটোলা খেলার মাঠ (৫-৬ হাজার), বাহাদুর শাহ পার্ক, কিশোরীলাল জুবিলি স্কুল মাঠ।
-
গুলশান বিভাগ: গুলশান ইউথ ক্লাব মাঠ (১০-১২ হাজার), টিঅ্যান্ডটি মাঠ।
-
মিরপুর বিভাগ: সেনপাড়া পর্বতা আদর্শ স্কুল মাঠ (২২-২৪ হাজার), কালাপানি বালুর মাঠ (১৮-২০ হাজার)।
-
উত্তরা বিভাগ: দিয়াবাড়ি বৌবাজার মাঠ (৫০ হাজার), এমারত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ।
পুলিশ জানায়, এসব মাঠের ধারণক্ষমতা ২০০ থেকে আড়াই লাখ পর্যন্ত। নগরবাসীর সুবিধার্থে রাজনৈতিক দলগুলোকে এসব স্থানে সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনার জোরালো আহ্বান জানিয়েছেন।
Comments