
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে ৩১ লাখ ৮০ হাজার বছরের পুরোনো মানব পূর্বপুরুষ ‘লুসি’র বিরল জীবাশ্ম। সোমবার (২৫ আগস্ট) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চেক জাতীয় জাদুঘরে এই বিরল জীবাশ্মের প্রদর্শনী শুরু হয়েছে। 'মানব উৎপত্তি এবং জীবাশ্ম' শিরোনামের এই প্রদর্শনীতে লুসির মোট ৫২টি খণ্ড ৬০ দিন ধরে দেখানো হবে।
১৯৭৪ সালে ইথিওপিয়ায় আবিষ্কৃত হয় 'অস্ট্রেলোপিথেকাস আফারেনসিস' প্রজাতির এই প্রাচীন মানব পূর্বপুরুষের দেহাবশেষ, যা সেই সময়ে পাওয়া সবচেয়ে পূর্ণাঙ্গ জীবাশ্ম ছিল। লুসি মানবজাতির উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণায় বিপ্লব এনেছিল।
প্রাগের এই প্রদর্শনীতে লুসির দেহাবশেষের পাশাপাশি 'সেলাম'-এর জীবাশ্মও দেখানো হচ্ছে। সেলাম ছিল প্রায় এক লাখ বছর আগে বেঁচে থাকা একটি শিশু অস্ট্রেলোপিথেকাস। লুসি আবিষ্কারের ২৫ বছর পর একই স্থানে সেলামের জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
লুসির আবিষ্কারক ডোনাল্ড জোহানসন এবং সেলামের আবিষ্কারক জেরেসেনে আলেমসেগেড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেক জাতীয় জাদুঘরের পরিচালক মাইকেল লুকস বলেন, 'সেলাম ইথিওপিয়ার বাইরে কখনো প্রদর্শিত হয়নি এবং লুসিও কেবল একবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে।' তিনি জানান, ইথিওপিয়ার আদ্দিস আবাবার জাতীয় জাদুঘর থেকে ধার করা এই জীবাশ্মগুলো 'বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং প্রাচীনতম জীবাশ্মতাত্ত্বিক প্রদর্শনীর' অংশ।
ইথিওপিয়ান হেরিটেজ অথরিটির পরিচালক আবেবাও আয়ালিউ গেলা বলেন, এই প্রদর্শনী ইথিওপিয়াকে 'মানব উৎপত্তির ভূমি' হিসেবে তুলে ধরবে। তিনি আরও বলেন, 'লুসি তার সম্পূর্ণতা এবং বয়সের কারণে মানব পূর্বপুরুষদের গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।'
Comments