সব প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন (ডে-কেয়ার) কেন্দ্র স্থাপন করতে হবে। সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
নুর জাহান বেগম বলেন, শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে। এই হার বাড়াতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি। আগামী বছরের মধ্যে এ হার বৃদ্ধি করতে হবে। আর শিশু যেন দুই বছর পর্যন্ত মাতৃদুগ্ধ পায়, সে জন্যই সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে হবে। এতে মা ও শিশু একসঙ্গে থাকতে পারবে।
তিনি আরও বলেন, আমরা একটি মেধাসম্পন্ন ও সুস্থ জাতি গড়ে তুলতে চাই। এর জন্য মায়ের দুধের বিকল্প নেই। জন্মের পর প্রথম ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ খাওয়াতে হবে এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই দেওয়া উচিত। তবে শহর ও গ্রামে নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে কর্মজীবী মায়েরা শিশুকে দুধ খাওয়াতে সমস্যায় পড়েন।
Comments