Image description

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারের কাঁচা বাজার সংলগ্ন মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয় এবং দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আটক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।