
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এখনও ছাত্রদল প্যানেল দিতে পারেনি। ছাত্রত্ব না থাকায় শীর্ষ নেতারা নির্বাচনের সুযোগ হারিয়েছেন। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো তেমন পরিচিত মুখ নেই।
তবে সম্প্রতি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্যানেল ঘোষণায় দেরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ অবস্থায় গত বুধবার নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে প্যানেল ঠিক করতে ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করেন নেতাকর্মীরা। ক্যাম্পাসে রাতভর আলোচনা শেষে শীর্ষ পদে একাধিক নামসহ খসড়া তালিকা করা হয়।
সূত্র জানায়, এ তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তিনি অনুমোদন দেওয়ার পর নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘প্যানেল নিয়ে আমাদের কাজ প্রায় চূড়ান্ত। একটি খসড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। আমরা অনুমতির অপেক্ষায় রয়েছি।’
আগামী ১১ সেপ্টেম্বর হতে যাওয়া জাকসু নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আজ সোমবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেল ঘোষণা করেছে।
Comments