Image description

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীনে যাচ্ছন। সেখানে তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে। 

ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুতিনের সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

জরুবিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানায়, ‘ভ্লাদিমির পুতিন চীনে চারদিনের সফরে যাবেন। রাশিয়ান এবং চীনা প্রতিনিধিদের মধ্যে বড়-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’

ইউক্রেনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টম্বরে এই সম্মেলন অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে।