
রাজধানীতে সোমবার বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
নিচে সেগুলোর তালিকা দেওয়া হলো:
স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি
সকাল ৯টা ৪৫ মিনিট: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
বিকেল ৩টা: পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন।
বিএনপির কর্মসূচি
সকাল ৯টা ৩০ মিনিট: তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সকাল ১১টা: জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও অন্যান্য নেতারা।
Comments