Image description

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার ভেরিফায়েড ও প্রিমিয়াম লিংকডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। অ্যাকাউন্টটি ভুয়া মনে করে লিংকডইন কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে। এই ঘটনায় বেশ ঝামেলায় পড়েছেন এই অভিনেত্রী।

শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এই সমস্যার কথা জানান। শ্রদ্ধা লিখেছেন, “প্রিয় লিংকডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ লিংকডইন মনে করছে এটি ভুয়া। কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? অ্যাকাউন্টটি সেটআপ করা, প্রিমিয়াম এবং ভেরিফায়েড, তবুও কেউ এটি দেখতে পাচ্ছে না।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভবত লিংকডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। উদ্যোক্তা কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে খোলা শ্রদ্ধার অ্যাকাউন্টটি ভুল করে ব্লক হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত লিংকডইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।