
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী বলেছেন, ‘খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিলো, যারা বিএনপি’র নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে রেখেছিলো তারা যেন দলে স্থান না পায়।’
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘পিআর পদ্ধতি কি এটা কি জনগণ বলতে পারবে। পিআর নারিকেল তেলের মতো মাথায় মাখে না সাবানের মতো গায়ে দেয় সেটা জনগণ বুঝে না। পিআর এর কোনো দৃষ্টান্ত নেই। সাধারন মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক।’
তিনি আরো বলেন, ‘বিএনপি তো সংস্কারের পক্ষে। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন অনুষ্ঠিত হোক। এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন। সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই কিন্তু বুঝতে পারছি।’ শেখ হাসিনা যা চায় নির্বাচনে পিআর পদ্ধতি অনেকটা এরকই বলে তিনি উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া লাকনাথ দিঘীর পাড়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনা এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
Comments