গাজা যুদ্ধ নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। শুক্রবার (২৩ আগস্ট) তিনি সাংবাদিকদের জানান, গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভেল্ডক্যাম্প বলেন, “গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বিতর্কিত বসতি নির্মাণ এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতি আমি দেখছি। কিন্তু বাড়তি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মন্ত্রিসভায় বাধার মুখে পড়েছি।” এরপর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে ভেল্ডক্যাম্পের উদ্যোগে চরম-ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের ওপর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় ইহুদি বসতি স্থাপনকারীদের উসকানোর অভিযোগ ছিল। এ ছাড়া, গাজায় পরিস্থিতির অবনতির কারণে ইসরায়েলে জাহাজের যন্ত্রাংশ রপ্তানির তিনটি অনুমতিপত্রও বাতিল করেছিলেন তিনি।
ইসরায়েল বর্তমানে গাজা সিটিতে সামরিক অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরিয়ে নেওয়া, হামাসকে দমন এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। একই দিনে একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা ও আশপাশের এলাকায় মানুষ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে “মিথ্যা ও পক্ষপাতদুষ্ট” বলে প্রত্যাখ্যান করেছে।
এদিকে, পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল, যা ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবিকৃত ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।
ভেল্ডক্যাম্পের পদত্যাগে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদ শূন্য হয়েছে। বর্তমানে দেশটি একটি তত্ত্বাবধায়ক সংখ্যালঘু সরকারের অধীনে চলছে, যা আগামী অক্টোবরে নির্বাচনের মাধ্যমে নতুন জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
Comments