Image description

তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিয়ে গাজার মানবিক সংকট মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে মেলানিয়ার প্রচেষ্টার প্রশংসা করে তিনি গাজার শিশু ও বেসামরিক নাগরিকদের জন্য একই রকম সংবেদনশীলতা প্রকাশের আশা ব্যক্ত করেছেন। এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু এজেন্সি।

চিঠিতে এমিনি এরদোগান মেলানিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান এবং ছয় বছর আগে হোয়াইট হাউসে তাদের সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মেলানিয়ার লেখা চিঠির প্রশংসা করেন, যেখানে তিনি ইউক্রেনের অনাথ শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন।

এমিনি লিখেছেন, “আপনি বলেছেন, প্রতিটি শিশুর ভালোবাসাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। এই অধিকার কোনো অঞ্চল, জাতি বা ধর্মের একচেটিয়া নয়। ইউক্রেনের যুদ্ধে নিহত, বাস্তুহারা ও অনাথ শিশুদের প্রতি আপনার সহানুভূতি হৃদয়ে আশা জাগায়।”

তিনি জোর দিয়ে বলেন, “ইউক্রেনে ৬৪৮ শিশুর প্রতি আপনি যে সংবেদনশীলতা দেখিয়েছেন, আমি বিশ্বাস করি, গাজাতেও তা দেখাবেন, যেখানে দুই বছরে ১৮ হাজার শিশুসহ ৬২ হাজার নিরপরাধ বেসামরিক নাগরিক নির্মমভাবে হত্যা করা হয়েছে।”

এমিনি আরও লিখেছেন, “একজন মা, নারী ও মানুষ হিসেবে আমি আপনার চিঠির আবেগ গভীরভাবে অনুভব করি। আমি আশা করি, আপনি গাজার শিশুদের জন্যও শান্তি ও স্থিতিশীলতার প্রদীপ জ্বালিয়ে রাখবেন।”