
ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে সদর উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
Comments