দেশি-বিদেশি মহলের প্ররোচনায় আবারও সক্রিয় ‘মাইনাস-টু ফর্মুলা’: মির্জা আব্বাস

দেশি-বিদেশি মহলের প্ররোচনায় বাংলাদেশে আবারও একটি ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই ফর্মুলার লক্ষ্য হলো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এবার বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে দেশকে রাজনীতিশূন্য করে ফেলা। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন ।
মির্জা আব্বাস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক এবং নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে ঘিরে একটি অশুভ মহল দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অজুহাতে এই ধরনের চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে।
আব্বাস জানান, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে ‘মাইনাস-টু ফর্মুলা’ চালু হয়েছে, তা ১/১১-এর সময়কার পরিস্থিতির মতোই। তবে এবার এর রূপ ভিন্ন। সে সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই চেষ্টা করা হয়েছিল। এবার দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এই অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে ‘খারাপ’ বা ‘অবিশ্বস্ত’ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। একই সঙ্গে, প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগ-পন্থি ব্যক্তি ও কিছু রাজনৈতিক গোষ্ঠী এখনো বিএনপিকে দুর্বল করার জন্য সক্রিয় রয়েছে। তাদের ধারণা, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে।
মির্জা আব্বাস বলেন, “যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারাই নিজেদের স্বার্থে নতুন করে ‘মাইনাস-টু ফর্মুলা’ বাস্তবায়নের চেষ্টা করছে। ১/১১-তে এটি এক রূপে এসেছিল, তখন একটি সেনাসমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ভিন্ন ধরনের ‘মাইনাস-বিএনপি ফর্মুলা’ চালানো হচ্ছে।”
এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি-বিদেশি মাস্টারমাইন্ডরা নতুনভাবে ‘মাইনাস-টু ফর্মুলা’ বাস্তবায়নের চেষ্টা করছে।”
Comments