Image description

রাজধানীর মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে ফার্মেসী থেকে চাঁদা আদায়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি জসিম উদ্দিন (৩৯) কে গাজীপুরের পূবাইলের ভাদুন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট সকালে মহাখালী টিবি গেইট এলাকার চাঁদপুর ড্রাগ হাউজ নামের ফার্মেসীতে ঢুকে এক ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদা নেয়। ঘটনার সময় ফার্মেসীর ভেতরে তিনজন কর্মচারী ও বাইরে কয়েকজন ক্রেতা উপস্থিত ছিলেন। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে পানি ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন হিসেবে শনাক্ত করে। একই দিনে বনানী থানায় মামলা রুজু হলে র‌্যাব-১ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় পূবাইলের বাদন এলাকায় অভিযান চালিয়ে রাত ৭টা ৪৫ মিনিটে জসিমকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে আরও জানায়, এর আগে ফার্মেসী থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এক সহযোগীর সঙ্গে পরিকল্পনা করে পুনরায় অস্ত্র নিয়ে ফার্মেসীতে প্রবেশ করে চাঁদা আদায় করে। পরে সহযোগীর সঙ্গে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। জসিমের তথ্যের ভিত্তিতে মহাখালী দক্ষিণপাড়া এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে অপর সহযোগী পালিয়ে যায়।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত জসিম একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন দলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে মহাখালী-বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে।

বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপর সহযোগীকে গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

আজ বেলা ১২টার দিকে র‌্যাব-১ প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।