Image description

চিলমারী হরিপুর সড়কের দুই থানা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫ টায়। চিলমারী থেকে সেতুগামী একটি মোটর সাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক পিছন থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি মোটর সাইকেল তার বুকের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মৃত খোদেজা বেগমের বাড়ি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের সাব বাঁধ দুই থানা মোড় এলাকার বাসিন্দা।

এ নিয়ে এলাকায় সাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন একদিকে সেতু উদ্বোধনের পর লাখো দর্শনার্থীর উপচে পরা ভীর  একই সঙ্গে নৌকা বাইচ খেলা দেখার দর্শনার্থীর ভীর। অন্যদিকে অল্প বয়সী যুবকদের বেপরোয়া গাড়ি চালানো। তাই গাড়ি চালককেই দায়ী করেছেন এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, মোটর সাইকেলের ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। সুরতহাল শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। পরে শুক্রবার রাত ১০ টায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।