
‘ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতায়’ অন্তর্বর্তী সরকারকেও ব্যতিক্রম দেখছেন না গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “ক্ষমতা যারা একাকি ভোগ করতে চান, তারা হাসিনার পরিণতি দেখুন। হাসিনা কিন্তু ১৬ বছর একাই সব খেয়েছে। আরও কয়েক বছর খেতে চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দুপুরের খাবার ও জুতা ফেলে চলে গেছে।”
শুক্রবার বিকালে যশোরে এক গণসমাবেশে বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ হয়।
সমাবেশে নুর বলেন, “পুরোনো ব্যবস্থা নিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না। নির্বাচন ব্যবস্থার সংস্কার আনতে হবে।”
পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাখ্যা দিয়ে তিনি প্রশ্ন রাখেন, “উচ্চ কক্ষের পিআর পদ্ধতির বিরোধিতা করার কোনো মানে আছে?”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আফরোজা সুলতানা মৌ।
Comments