
ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় এক টমটম চালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) এ মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় প্রভাবশালী মৃত জয়নাল আবেদীনের ছেলে মহিম, সিরাজ মিয়ার ছেলে কামরুল ও একই এলাকার রকি জোরপূর্বক ভুক্তভোগীকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর স্বামী রুবেল ও স্থানীয়রা জানান, আসামিরা ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে নিরাপত্তাহীন করে রেখেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ফেনী মডেল থানার তদন্তকারী পরিদর্শক সজল কান্তি দাস জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
Comments