
নীলফামারীর জলঢাকায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোলমুন্ডা ঘাটের পার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোয়াক্কিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নীলফামারীর পলাশবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে সজিব ইসলাম (৩০), শান্তিনগরের খয়েরজান আলীর ছেলে রশিদুল ইসলাম (৩৮) এবং রংপুর সিও বাজার এলাকার মাহবুব ইসলামের ছেলে আরাফাত মিয়া (২৫)। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়।
ইউএনও জাহিদ ইমরুল মোয়াক্কিন বলেন, “অবৈধভাবে বালু বিক্রি বা এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা জোরদার করা হবে।
Comments