Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জানিয়েছেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক জনসভায় তিনি এ কথা বলেন।

আবু মোর্শেদ বলেন, “বিএনপির ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে শেখ হাসিনার পতনের ভিত তৈরি হয়েছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়।”

তিনি আরও বলেন, “হাসিনার পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শেষ হয়নি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।” তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং মিছিলে যানজটের জন্য জনগণের কাছে ক্ষমা চান।

জনসভার আগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপরী থেকে বস্তল পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বস্তলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল ভূঁইয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজাল ভূঁইয়া, সহ-সভাপতি আওলাদ হোসেন, দেওয়ান সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ছাত্রদল নেতা কাউসার, মাসুদ, হিমেল এবং স্বেচ্ছাসেবক দল নেতা তোরাব ভূঁইয়া, লিটন ব্যাপারী প্রমুখ।