Image description

কুষ্টিয়া সদর উপজেলার জগতি বিআইডিসি বাজার এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রাহুল বিশ্বাস (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-পোড়াদহ রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল বিশ্বাস কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার শহীদ শাহাদত সড়কের বাসিন্দা অজয় কুমার বিশ্বাসের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোড়াদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি শাটল ট্রেনের নিচে ঝাঁপ দেন রাহুল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পোড়াদহ রেলওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, “লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।”