
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং নতুন সরকারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ২৮০টি নতুন গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে। এই গাড়িগুলো নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আগামী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদার ব্যক্তিদের জন্য ব্যবহৃত হবে। এজন্য ৪৪৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭সিসি গাড়ি কেনা হবে, যার প্রতিটির মূল্য ১.৬৯ কোটি টাকা। এছাড়া, নির্বাচনি দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ১৯৫টি এসইউভি এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাস কেনার পরিকল্পনা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এই গাড়ি ব্যবহৃত হবে। বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোর বয়স ৯ বছরের বেশি, যা মেরামতের জন্য ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এই গাড়িগুলো দিয়ে মন্ত্রীদের নির্বাচিত এলাকা সফর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন কষ্টসাধ্য হবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।
গত ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাড়িগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় কেনা হবে। তবে, চলতি অর্থবছরে কৃচ্ছ্রসাধন নীতির কারণে যানবাহন ক্রয়ে নিষেধাজ্ঞা থাকলেও এই প্রস্তাব বাস্তবায়নের জন্য বিশেষ বিবেচনা করা হচ্ছে।
এর আগে, গত মে মাসে উপদেষ্টাদের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ফিরিয়ে দিয়েছিল। ২০২৪ সালের নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের জন্য মার্সিডিস বেঞ্জ ও টয়োটা ক্যামরি কেনার প্রস্তাব বৈদেশিক মুদ্রার সংকটের কারণে নাকচ হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হবে। তাই গাড়ি ক্রয়ের প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।
তথ্যসূত্র: টিবিএস
Comments