Image description

সৈয়দপুর বিমানবন্দরের যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, যাত্রীদের উন্নত সেবার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক যোগাযোগও এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে আয়োজিত 'এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ (বিমানবন্দর নিরাপত্তা অনুশীলন) ২০২৫' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) অ্যানেক্স ১৭ অনুযায়ী এ ধরনের অনুশীলন বাধ্যতামূলক। তিনি উল্লেখ করেন, "এ ধরনের মহড়া শুধু দুর্বলতাগুলো শনাক্ত করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করে।" এটি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোস্তফা মাহমুদ সিদ্দিক মহড়ার সফলতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এমন অনুশীলনের মাধ্যমে অপ্রত্যাশিত ঘটনার দ্রুত ও কার্যকর মোকাবিলা করা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে বিমানবন্দরের যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য যৌথবাহিনী কয়েক ঘণ্টাব্যাপী একটি মহড়া পরিচালনা করে।

অনুষ্ঠানে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান। মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য সংস্থাগুলো ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, এপিবিএন, পুলিশ, আনসার, চিকিৎসক ও নার্স।