Image description

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে।

গত বছরের ১১ আগস্ট থেকে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও, সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করে। ক্যাম্পে হেলথ চেকআপ, গাইনি ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের সেবা দেওয়া হয়। সাধারণ ছাত্রীরা লাইনে দাঁড়িয়ে এই সেবা গ্রহণ করেন।

ইসলামী ছাত্রীসংস্থার ববি শাখার নেত্রী মুক্তা ইশরাত বলেন, “আমরা উপাচার্যের কাছে আবেদন করেছিলাম। তিনি মৌখিকভাবে এই কর্মসূচির অনুমতি দিয়েছেন। সাধারণ ছাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ববিতে সংগঠনটির চতুর্থ কমিটি বর্তমানে কার্যক্রম চালাচ্ছে, তবে এর আগে কোনো কমিটি প্রকাশ্যে আসেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “এই কর্মসূচি সম্পর্কে আমি অবগত ছিলাম না। জানার পরপরই ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবে রাজনৈতিক ব্যানার ছাড়া সামাজিক কাজে কোনো বাধা নেই।”

উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, “কিছু শিক্ষার্থী মৌখিকভাবে মেডিকেল ক্যাম্পের অনুমতি চেয়েছিল, আমি সম্মতি দিয়েছিলাম। তবে তারা রাজনৈতিক ব্যানার ব্যবহার করবে, তা আমার জানা ছিল না।”