কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধার মানিক নদী মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার অধীনে এ দণ্ড প্রদান করা হয়।
বুধবার সন্ধ্যায় কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মো. জীবন (৩৫), ফরিদপুরের বোয়ালমারীর মো. মনিরুল ইসলাম (৪২), বরগুনার আমতলী উপজেলার মো. রবিউল (৪৩), পিরোজপুরের স্বরূপকাঠির মো. শাহীন (৫৫) এবং রেজাউল (৪৫)।
ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা বালুমহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এই পাঁচ ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
Comments