Image description

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন এক মা। গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন অটোরিকশাচালক মো. মেহেদি হাসান। তাকে ভাড়া করে নিয়ে যাওয়া বন্ধুরও কোনো খোঁজ নেই। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মেহেদির মা এখন দিশাহারা হয়ে পড়েছেন।

নিখোঁজ মেহেদি হাসান উপজেলার বাঙ্গরা বাজার থানার দিঘীরপাড় গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। গত ১১ আগস্ট রাতে তাঁর বন্ধু খাইরুল হাসান তাকে অটোরিকশায় করে কোম্পানীগঞ্জের দিকে নিয়ে যায়। এরপর থেকে দু'জনেরই মোবাইল ফোন বন্ধ। ঘটনার পরদিন মেহেদির পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। মেহেদি নিখোঁজ হওয়ার পর থেকে তার বন্ধু খাইরুল হাসানের স্ত্রীও পলাতক রয়েছেন।

মেহেদির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার সংসারে একমাত্র উপার্জনকারী আমার এই ছেলেটা। আমার ছোট ছেলের হার্টের সমস্যা। আমি এখন কী করব? আমার ছেলেটাকে আপনারা খুঁজে এনে দিন।"

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার পর থেকে খাইরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের সন্দেহ করা হচ্ছে। পুলিশ নিখোঁজ মেহেদিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।