Image description

বৈরী আবহাওয়ার কারণে কুমিরা ঘাটে আটকে আছে ওমান প্রবাসী নুরুল আলমের মরদেহ। সন্দ্বীপে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি, ফলে নির্ঘুম রাত ও অনিশ্চিত যাত্রার প্রহর গুনছেন তার আত্মীয়-স্বজন।

নুরুল আলম তিন মাস আগে ওমান থেকে দেশে ফিরেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত এক মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে এ মাসে ওমানে ফেরার টিকিট বুকিং ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

নুরুল আলমের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ২ নম্বর ওয়ার্ডের আলিয়ান সমাজের আজিতের গো বাড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, বড় ছেলে আরমান উদ্দিন রোহান (অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী) ও ছোট ছেলে আকিব উদ্দিন রুকন (এইচএসসি পরীক্ষার্থী) রেখে গেছেন।

আবহাওয়ার সতর্কতার কারণে সন্দ্বীপে যাতায়াত ব্যাহত হওয়ায় পরিবার ও স্থানীয়রা হতাশায় রয়েছেন। নুরুল আলমের মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।