মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাদকদ্রব্যসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন: আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের মোঃ কাউছার (২৮), মোঃ ইসমাইল মিয়া (৩২) এবং মোঃ মাছুম (১৯)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিংওয়াই মারমার নেতৃত্বে পুলিশ ঘোড়াশাল-শ্রীকাইল সড়কে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments