
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) মৃত ৫ জনের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ঢাকা বিভাগে (রাজধানীর বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ২১ জন রয়েছেন।
চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭,৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,২৯৩ জন রোগী চিকিৎসাধীন, যাদের মধ্যে ৪৪০ জন ঢাকায়।
২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ২৭ জন, জুলাইয়ে ৪১ জন, জুনে ১৯ জন, এপ্রিলে ৭ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন মারা গেছেন। মার্চ মাসে কোনো মৃত্যু রেকর্ড হয়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুতে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Comments