
ভারতে বিভিন্ন সময়ে আটককৃত পুরুষ ২৮, মহিলা ৯ ও ২ জন শিশুসহ ৩৯ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় কারাভোগ শেষে গাংনী উপজেলার সহকারি কমিশনার, (ভূমি) এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/এমপি হতে ৩০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতকবর নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায় পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর গান্দিনা কোম্পানী কমান্ডার কর্তৃক ৩৯ জন বাংলাদেশী নাগরিককে নিজ দেশে ফেরত প্রদানের জন্য যথাযথ প্রক্রিয়ায় পত্রের মাধ্যমে প্রস্তাবনা প্রেরণ করেন। এই পত্রের সাথে ৩৯ জন বাংলাদেশী নাগরিকদের ঠিকানা সম্বলিত নামীয় তালিকা সংযুক্ত আকারে প্রেরণ করা হয়। বর্ণিত ৩৯ জন বাংলাদেশী নাগরিকদের ব্যাপারে বিজিবি তাদের নিকট আত্মীয়ের সাথে যোগোযোগ করে এবং সকলের বাংলাদেশী নাগরিক পরিচয় নিশ্চিত হয়। এই বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় প্রশাসন কর্তৃক আটক করা হয় এবং তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ করেছে। এ ব্যাপারে মঙ্গলবার বেলা ১ টা ৪০মিনিট হতে ২টা পর্যন্ত কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/এমপি হতে ৩০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতকবর নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মেহেরপুর জেলার গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বানী ঈসরাইল, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি কাজীপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আসাবুর রহমান সাথে ৭জন এবং ভারতীয় প্রতিনিধ হিসেবে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর গান্দিনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি সুনিল ও সাথে ১৮ জন উপস্থিত ছিলেন।
এই পতাকা বৈঠকে প্রতিপক্ষ বিএসএফ বাংলাদেশী নাগরিকদের বিজিবি’র প্রতিনিধির নিকট হস্তান্তর করে।
তাদের মধ্যে রয়েছে- ফরিদপুর জেলার নগরকুন্দা থানার মুজুরদিয়া বোয়ালমারী গ্রামের অজিত ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৪২), ঠাকুরগাঁও সদর থানার নারায়নপুর পিরুশ গ্রামের মৃত কেতিয়া রাম অধিকারীর ছেলে বিমল অধিকারী (৭২), এ্কই গ্রামের প্রধান অধিকারীর স্ত্রী বর্ন্যা অধিকারী (৩৭) মেয়ে রিয়া অধিকারী (৪), বিমল অধিকারীর স্ত্রী মালতী রানী অধিকারী (৬২), মাদারীপুর জেলার শিবচর থানার শিকদারহাট নিয়ামত কান্দি গ্রামের ইসমাইল দেওয়ানের ছেলে মোঃ বেলায়েত হোসেন (৩৫), একই গ্রামের মোঃ বেলায়েত হোসেনের স্ত্রী হাসিদা বেগম (২৯), ইব্রাহিম হোসাইন (৫), খুলনা জেলার-দক্ষিণ কয়রা থানার চানিরচক বাঘা গ্রামের অরবিন্দু সানার ছেলে তরুন সানা (৩৬), একই গ্রামের তরুন সানার স্ত্রী প্রভাতী সানা (৩১)সহ ৩৯জন।
বিএসএফ কর্তৃক ফেরত প্রদানকৃত ৩৯ জন বাংলাদেশী নাগরিকদের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।
Comments