Image description

গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে থাকা পাকিস্তানে এবার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে দেশটির আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কম্পন রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশে অনুভূত হয়। এছাড়া, পেশোয়ার, সোয়াত এবং অ্যাবোটাবাদেও এর কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি মাটির প্রায় ১৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে যে তাদের কাছে কোনো প্রাণহানির খবর আসেনি।

ভূকম্পনবিদরা জানিয়েছেন, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার ভূমিকম্পগুলো সাধারণত মাটির গভীরে, ১৫০ থেকে ২৫০ কিলোমিটার গভীরে হয়ে থাকে। এর আগে গত মে মাসেও পাকিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার কম্পন উত্তর পাকিস্তানের একাধিক অঞ্চলে অনুভূত হয়েছিল।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভূমিকম্পের ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।