
নির্বাচনের আগে দেশের আর্থিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীতে একটি সেমিনারে তিনি এই শঙ্কার কথা জানান।
আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তিনি সবাইকে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানান।
এর আগে গত মাসে বাংলাদেশ ব্যাংকও সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিজিটাল পেমেন্ট সেবাদাতা এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে (সিআইআই) সাইবার হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়।
চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে সাইবার সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
Comments