
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মানবেতর জীবনযাপন করছে লেবু শেখ (৪০) নামে একটি পরিবার। বিদেশে দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় চলাফেরার ক্ষমতা হারানো লেবু শেখ চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে এখন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন।
দুই যুগ আগে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যান লেবু শেখ। কিন্তু দুই মাস কাজের পর দোতলা ভবন থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। দেশে ফিরে চিকিৎসার জন্য সব সম্পদ বিক্রি করে এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব। হুইলচেয়ারে চলাফেরা করতেন, কিন্তু সেটিও নষ্ট হয়ে যাওয়ায় এখন ঘরবন্দি। একটি ছোট মুদি দোকান থেকে সামান্য আয় হলেও তা সংসার চালাতে যথেষ্ট নয়।
লেবু শেখ বলেন, “চিকিৎসায় সব শেষ হয়ে গেছে। দুই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি, কিন্তু তাদের পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য নেই। হুইলচেয়ারটি নষ্ট হওয়ায় চলাফেরা বন্ধ। কীভাবে সংসার চলবে জানি না।” তিনি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন।
তার স্ত্রী বলেন, “স্বামীর চিকিৎসায় সব খরচ হয়ে গেছে। ঘরে খাবার নেই, চিকিৎসাও বন্ধ। আমরা মানবেতর জীবন কাটাচ্ছি।”
প্রতিবেশী জামিরুল ইসলাম বলেন, “পরিবারটি সত্যিই অসহায়। এভাবে আর কতদিন চলবে?”
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ জানান, “লেবু শেখ যদি প্রতিবন্ধী ভাতা না পেয়ে থাকেন, তবে তা দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত করলে চিকিৎসার জন্যও সহযোগিতা করা হবে।”
Comments