
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হলে মঙ্গলবার সকালে আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, হলটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ধূমপান করে ভেতরে ফেলায় আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস অবশ্য বলেন, তিনি মনে করছেন, এটি কোনো ষড়যন্ত্র হতে পারে।
আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনের পর এই হলে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করার পর ভবনটির দরজা, জানালা ও গ্রিলও চুরি হয়ে যায়।
Comments