বিএনপি নেতা ও তার ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবদল নেতাদের আসামি করে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন (৫৫) ও তার ভাই বেলাল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাহাব উদ্দিনের ছেলে শেখ ফরিদ বাদী হয়ে মঙ্গলবার সকালে যুবদল নেতাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, ইমাম উদ্দিন সবুজ তোতা, সাব্বির, বাহাদুরসহ ১০–১৫ জন ধারালো অস্ত্র নিয়ে সাহাব উদ্দিনের ওপর হামলা চালায়। তারা তার গলায় কোপ দেওয়ার চেষ্টা করলে পাশে থাকা তার ভাই বেলাল হোসেন বাধা দেন। এতে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সাহাব উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম বলেন, “সাহাব উদ্দিনের ছেলে শেখ ফরিদ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”
Comments