জাজিরা হাসপাতালে তিনবেলা খাবার পায় না রোগীরা, প্রমাণ পেলো দুদক

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে হাসপাতালের নথিপত্র, সরবরাহ ও সেবা পদ্ধতি যাচাই করা হয়। দুদক সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক কাজে নিম্নমানের কার্যক্রম, ভর্তি রোগীদের জন্য নিয়মিত তিনবেলা খাবার সরবরাহে অনিয়ম এবং সেবার মান বজায় রাখতে অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে।
সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, “সরেজমিনে কিছু অনিয়ম প্রত্যক্ষ করেছি। নথিপত্র যাচাই-বাছাই করে চূড়ান্ত তদন্তের পর প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, সরকারের ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়, অনেক কর্মকর্তা-কর্মচারী আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা মনে করেন, নিয়মিত নজরদারি ও অভিযান স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সহায়ক হবে।
Comments