
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা এবং সুধা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইফতেখারুল আলম রিজভী জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Comments