Image description

পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবাসহ জাতীয় পার্টি (জেপি)'র এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মৃধারহাট বাসস্ট্যান্ড থেকে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে কালাম শেখ (৩৬)কে ৮পিস ইয়াবা সহ গ্রেফতার করে। 

সে দীর্ঘদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। কালাম আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) ’র যুব সংহতির একজন সক্রিয় নেতা ছিলেন। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালাতে পাঠিয়েছে পুলিশ। 

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, কালাম শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।