
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
গ্রেপ্তারকৃত ২৬ জনকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য প্রায়ই মারামারি ও বোমাবাজিতে লিপ্ত হয়। গত ১১ আগস্ট মাদক ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় শিশু শাহ আলম তার নানির সঙ্গে দেখা করতে ক্যাম্প এলাকায় যায়। সেখানে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গত ১৩ আগস্ট নিহত শাহ আলমের বাবা মো. রুবেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।
Comments