প্রধান বিচারপতি ও ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিচার বিভাগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের, সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতির কার্যালয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রধান বিচারপতির এক বছরপূর্তিতে তাকে অভিনন্দন জানিয়ে সারাহ কুক বলেন, বিগত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের জন্য প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে, একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা এবং সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালুর মতো পদক্ষেপগুলোকে তিনি কার্যকরী ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।
ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে।
Comments