
সুনামগঞ্জের ছাতকে একটি অটোরিকশা চুরির মামলায় নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পুলিশের এক অভিযানে কৈতক (রাউলী) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, ছাতক উপজেলার রাউলী গ্রামের মৃত মখলিছ আলীর স্ত্রী ফুল বাহার বেগম, একই উপজেলার জালিয়া গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী বেগম বাহার ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ছুরাব আলীর ছেলে সায়মন মিয়া। এদের ৩ জনকেই গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সৌপর্দ করা হয়েছে।
মামলার সুত্রে জানা যায়, মামলার আসামীদের মালিকানাধীন একটি গ্যারেজ থেকে গত ৮ আগষ্ট রাতে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের ওয়ারিছ আলীর ছেলে মো.আব্দুল মজিদ বাদী হয়ে গত শনিবার থানায় একটি চুরির মামলা রুজু করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.মোফাক কারুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া ৩ আসামিকে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
Comments