
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ানোর সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা এক দিন সময় বাড়াইনি।”
অধ্যাপক জসীম উদ্দিন জানান, সোমবার শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "ডাকসু তাদের অধিকার। সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারে সে জন্যই আমরা এক দিন বাড়িয়েছি।”
তিনি আরও বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডাকসুতে আরও ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৬ জন। এখন পর্যন্ত ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমাও দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।
Comments