
একদিনের ব্যবধানে সরকার আরও দুটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর ফলে গত দুই দিনে মোট পাঁচজন সচিবের পদে রদবদল হলো। মঙ্গলবার (১৯ তারিখ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, মুহাম্মদ রফিকুল ইসলাম-কে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে, এই পদে থাকা খ ম কবিরুল ইসলাম গত ১৪ আগস্ট অবসরোত্তর ছুটিতে গেলে পদটি শূন্য হয়।
অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ার হোসেন। তিনি অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়েছেন। এতদিন তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সোমবার সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হলে পদটি শূন্য হয়।
Comments