
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি আয়কর বিভাগের ১৭২ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। এর মধ্যে ৪১ জন অতিরিক্ত কর কমিশনার এবং ১৩১ জন সহকারী কর কমিশনার রয়েছেন। গত ১৮ ও ১৯ আগস্ট জারি করা দুটি পৃথক আদেশে এই রদবদলের কথা জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তাদের দেশের বিভিন্ন দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এনবিআরের প্রধান কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল এবং ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলের কর অফিস।
এনবিআর জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির আদেশের বিস্তারিত তথ্য এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
Comments