
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবিনা ইয়াসমিন।
সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা হলেন: ভিপি- বিন ইয়ামিন মোল্লা, জিএস- সাবিনা ইয়াসমিন, সহসাধারণ সম্পাদক (এজিএস)- রাকিবুল ইসলাম।
অন্যান্য সম্পাদক পদে যারা লড়ছেন: বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মোহাম্মদ শাকিব খান, সমাজসেবা সম্পাদক- আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক- মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক- আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক- রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক- ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক- সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক- মোহাম্মদ রজবসালার খান শাওন।
এছাড়াও সদস্য পদে- রাহাত, রেজুয়ান, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌষিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক এবং এইচএম মাহতাব ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Comments