Image description

কুমিল্লার চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর দুই বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির তিন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার আগে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায়।

নিহতরা হলেন কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাঁর মেয়ে তাকিয়া ইসলাম (২)।

স্থানীয় সূত্র জানায়, মাহিনুর আক্তার মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকামুখী লেনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয় এবং খাদে পড়ে পানিতে ডুবে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।